আগামী ৭২ ঘন্টায় বিভিন্ন নদীর পানি আরো বাড়বে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরন কেন্দ্র। মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় দ্বিতীয় দিনের মতো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
আরো তিন-চার দিন সারাদেশে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরোও জানিয়েছে, সকাল ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ২১৮ মিলিমিটার।
ব্যাপক বৃষ্টিপাত হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রামেও। ১৫, ১৬ আগস্ট পর্যন্ত থেমে থেমে এই বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর ফলে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ী এলাকায় ভূমি ধ্বসের শংকাও রয়েছে।