আন্দোলনের মুখে ৪টি হিমাগার সিলগালা করলেন প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে হিমাগারের অন্যায্য ও অযৌক্তিক ভাড়া বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মহাসড়কে আলু ফেলে অবরাধ কর্মসূচি করলে ৪টি হিমাগারের মূল ফটকে তালা ঝুলিয়ে সিলগালা করেন উপজেলা প্রশাসন।

গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহী হিমাগার- ১ ও ২, হিমাদ্রি হিমাগার এবং রাহবার হিমাগারে তালা ঝুলিয়ে সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী। এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) আঃ গফুর।

এর আগে সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পৌর শহরের বিজয় চত্বরে আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ওই সড়কে যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে হিমাগার সিলগালা করলে যান চলাচল স্বাভাবিক হয়।

ক্ষুব্ধ কৃষকেরা জানান, আগে প্রতি বস্তা আলুর ভাড়া ছিল ৩০০-৩৫০ টাকা, কিন্তু এখন হিমাগার মালিকরা প্রতি কেজিতে ৮ টাকা হারে ভাড়া নির্ধারণ করেছেন, ফলে এক বস্তার ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৫০০ টাকার বেশি। এতে উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি কৃষকদের লোকসানের শঙ্কা দেখা দিয়েছে। ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই তাঁরা দ্রুত আগের ভাড়া নির্ধারণের দাবি জানান। সাত দিনের মধ্যে এই দাবি না মানা হলে কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধের হুমকি দেন কৃষকেরা।

তাঁদের এই কর্মসূচির সঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জেমিয়ন রায় একাত্মতা ঘোষণা করেন। তারা বলেন, এই অযৌক্তিক ভাড়া বৃদ্ধি আমাদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা।

আলুচাষি ও বীরগঞ্জ আলু ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক হরসুন্দর বর্মণ বলেন, চলতি মৌসুমে আলু চাষে বেশি খরচ পড়েছে। আলুর আবাদ বেশি হওয়ায় হিমাগার মালিকেরা দুরভিসন্ধি করছেন। এর প্রতিবাদে গত ৩ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। কিন্তু কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে আলুচাষি ও ব্যবসায়ীরা রাস্তায় নেমেছেন।

এ ব্যাপারে সীলগালা করার বিষয়টি নিশ্চিত করে হিমাদ্রির নুরনবী ও শাহী হিমাগারর ম্যানেজার হিরু এবং রাহবার প্রতিনিধি রুবেল বলেন, স্ব স্ব কতৃপক্ষ ইতিমধ্যে অবগত হয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী বলেন, হিমাগার মালিক পক্ষ ও ব্যবসায়ীসহ কৃষক প্রতিনিধিদর সাথে খুব দ্রুত সকল সমস্যার সমাধান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *