ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনে শিক্ষকরা

জাতীয়করণের দাবিতে আমরণ অনশনে নেমেছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। টানা নয়দিন ধরে আন্দোলনের পর সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই আমরণ কর্মসূচি শুরু করেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা।

দীর্ঘদিন শিক্ষকতা করলেও মাসিক ৫০০ টাকা হারে বেতন পান তারা। বিভিন্ন সময় আন্দোলনের পরও সুফল না পাওয়ায় শেষ পর্যন্ত অনশনে নামতে বাধ্য হয়েছেন শিক্ষকরা। জাতীয়করণের দাবিতে ১ জানুয়ারি থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছে বাংলাদেশ ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *