ওবায়দুল কাদের একজন ‘কাউয়া’

Share

ডেইলি মিরর ২৪ ডেস্কঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্পর্কে ‘কাউয়া’ বলে আখ্যায়িত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন কক্সবাজার সিটি কলেজের প্রভাষক ও জেলা ছাত্রলীগের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জমির জামির।

সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি আপত্তিকর মন্তব্য করেন। এরপর থেকে সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জমিরের কড়া সমালোচনা করছেন।

ফেসবুক পোস্টে জমির জামি ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের ‘কাউয়া’ আখ্যায়িত করেছেন। মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগে বহিরাগত ও সুবিধাবাদী নেতাদের বোঝাতে ‘কাউয়া’, ‘হাইব্রিড’ জাতীয় শব্দের পরিচিতি ঘটান ওবায়দুল কাদের।

কক্সবাজার জেলা ছাত্রলীগের এই নেতা স্ট্যাটাসে লিখেছেন, ‘জনাব ওবায়দুল কাদের সাহেব আপনি যে দলের জন্যে কাউয়া সেটা আবার প্রমাণ করলেন। আপনার কাছে জোট সরকারের আমলের নির্যাতিত তৃণমূলের নেতা একরামুল হকের মূল্যায়ন থাকবে না সেটা আমরা আগেই অবগত হয়েছি। আপনার কাছে তৃণমূলের নেতা একরামের চেয়ে অনুপ্রবেশকারী বাবা বদি বেশি গুরুত্বপূর্ণ।’ যখন আপনি কক্সবাজার এসেছিলেন বদিকে উদ্দেশ্য করে বলেছিলেন তুমি আর নমিনেশন পাচ্ছনা। আবার যখন আপনি টেকনাফে গেলেন এবং ইয়াবার টাকার বান্ডিল পেয়েছেন তখন বললেন বদি হচ্ছে আগামী টেকনাফ উখিয়ার নৌকার মাঝি। একমুখে দু কথা যে বলে সে হচ্ছে সুসময়ের কাউয়া। আপনার মত কাউয়ার কারনে দলে নিবেদিত প্রাণ তৃণমূলের নেতা কর্মীদের প্রতিনিয়ত আমরা হারাচ্ছি।

জমির জামিরের এই স্ট্যাটাসের কড়া সমালোচনা করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ জয়। তিনি বলেন, ‘ওবায়দুল কাদের আমাদের অভিভাবক সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন জমির জামি, তা সংগঠনবিরোধী কাজ।’

জয় আরও বলেন, ‘জমির জামি ইতোমধ্যে স্বেচ্ছায় ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন। তিনি এখন যুবলীগের রাজনীতি করছেন।’

তবে কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর বলেন, ‘জমির জামি যুবলীগের কোনো পদে নেই। তবে মাঝেমধ্যে তাকে সংগঠনের কর্মসূচিতে দেখা যায়।’

তিনি আরও বলেন, ‘জমির জামিরের স্ট্যাটাসটি খুবই কুরুচিপূর্ণ। নিজ দলের নেতাদের বিরুদ্ধে অশালীন মন্তব্যকারী তার মতো ব্যক্তিদের চিহ্নিত করে রাখা দরকার। আশা করছি, কেন্দ্রীয় সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বিএনপি নেতার হামলায় জামাত নেতা আহত

*ইফতার আয়োজন নিয়ে রেষারেষি *আহত দুইজন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি মাসুদ রানা...

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ভোগনগর ইউনিয়নে কবিরাজ হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

বীরগঞ্জে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জামায়াতের যুব বিভাগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক “বৈষম্যহীন সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা শীর্ষক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

বীরগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম মিঞা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জ থানার একটি রাজনৈতিক মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।