নিজস্ব প্রতিবেদক
কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে মাসুদ মেম্বার একাদশ”বনাম”মোস্তাক একাদশ নীলফামারীর মধ্যে অনুষ্ঠিত খেলায় মাসুদ মেম্বার একাদশকে ৮ উইকেটে হারিয়ে বিজয় লাভ করেছে মোস্তাক একাদশ নীলফামারী।
মঙ্গলবার সকাল ১১ টায় কাহারোল উপজেলার জয়নন্দ হাট এসসি উচ্চ বিদ্যালয় মাঠে ১ নং ডাবোর ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর দ্বিতীয় আসর, কোয়ার্টার ফাইনাল তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও বীরগঞ্জ উপজেলা পৌর বিএনপি সভাপতি আমিরুল বাহার, জেলা বিএনপি উপদেষ্টা ও বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী (সেনা) উপজেলা বিএনপি সহ-সভাপতি সুজাউল হুদা বাবলু, উপজেলা তাতীদল সদস্য সচিব, আল–আমিন লাবন,
১ নং ডাবোর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক দুরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী, যুব–বিষয়ক মোকসেদুল জামান, ১ নং ডাবোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এর আহবায়ক, আব্দুল কাদের, সার্বিক তত্ত্বাবধানে ইকবাল হোসেন ও শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ দ্বিতীয় আসর এর আয়োজক কমিটি।
এ সময় শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ দ্বিতীয় আসর এর (উদ্বোধক) ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা বলেছেন,
মাদকের হাতছানি থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে,খেলাধুলা চর্চা শারিরিক ও মানসিক বিকাশ ঘটায়, কাহারোল উপজেলার ছেলে-মেয়েরা খেলাধুলায় অনেকটাই এগিয়ে রয়েছে। নিয়মিত প্রশিক্ষন ও চর্চার অব্যাহত রাখতে পারলে এই কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে।