খানসামা উপজেলায় মারফাতি গানের অাসর

আশিক মুন্না | গতকাল ২ নভেম্বর রাতে খানসামা উপজেলায় মারফাতি গানের অাসর বসেছিলো। এটি খানসামা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে বটগাছের নিচে বসেছিলো।
সাধারনত গ্রাম বাংলায় এখন অার এসব পালাগান বা মারফাতি গানের অাসর বেশি দেখা যায় না। তবুও অন্য অন্ঞলগুলো থেকে এখন খানসামায় এই মারফাতি গানের পালা বেশি দেখা য়াচ্ছে।

অার তা সম্ভব হচ্ছে খানসামা উপজেলার নির্বাহী অফিসাী জনাব মোঃসাজেবুর রহমানের জন্য। তার এরুপ সিদ্ধান্ত গ্রহনে খানসামার মানুষ এরকম মারফাতি বা পালাগানের অানন্দ উপভোগ করতে পারছে।

তাই প্রতিবারের ন্যায় এবারও খানসামায় মারফাতি গানের অায়োজন করা হয়েছিলো।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃসাজেবুর রহমান,মোঃঅাব্দুল মতিন প্রধান,উপজেলা এসিল্যান্ড অফিসার সহ অারো অনেকে।

অনুষ্ঠানটিতে ১নং অালোকঝারীর ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বাউল শিল্পী মোঃ অাব্দুল অাজিজ এর নেতৃত্বে একদল বাউল গোষ্ঠী প্রত্যক্ষভাবে অংশগ্রহন করে এবং বিভিন্ন ধরনের গান পরিবেশন করে।ধারনা করা যায় যে,এ ধরনের পালাগান দেশের পুরোনো লোকসংস্কৃতিকে ধরে রাখতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *