রেজাউল সরকার রনি: ‘বিয়ে’ শব্দটা শুনলে ব্যাচেলর ছেলেদের বুকটা কেমন আনচান করে ওঠে । আর সেটা যদি হয়, এক মাধ্যবয়সী যুবকের, যার বিয়ের ফুল ফুটেও ফুটে না, অবশেষে ফুটতে চলেছে , এমন যুবকের মনের অবস্থা তো দূরন্ত ঘোড়ার মত । ভাবতেই বুকটা ধরফর করে । কী চাঞ্চল্যকর অবস্থা !
চলতি মাসের গত ১৬ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয় জুয়েল হাসানের নির্দেশনায় ‘গিট্টু সেলিম’ নামক কমেডি নাটক । নাটকটিতে অভিনয় করেছেন আখম হাসান, হান্নান শেলী, সিরাজ হায়দার, শিখা কর্মকার প্রমুখসহ বীরগঞ্জ-ঝাড়বাড়ীর কমিটেড অভিনেতা তাসমি বারী সহ আরো অনেকে ।
মোট চার টা দৃশ্যে প্রায় ৮ মিনিট ছিলেন তাসমি বারী । তবে মজার ব্যাপার হলো এই ৮ মিনিটই দুর্দান্ত অভিনয় করেন তিনি । উপযুক্ত চরিত্রটি ছিলো তার । চরিত্রটি গুছিয়ে অত্যন্ত নৈপূণ্যতার সাথে উপস্থাপন করেন এই অভিনেতা । একজন বিয়ের ফুল ফোঁটা যুবকের বাস্তবিক অর্থে মনের অবস্থা, চাঞ্চল্যতা অসাধারণ ভাবে অভিনয় শৈলীর মাধ্যমে তুলে ধরেন এই অভিনেতা।
নাটকটির প্রধান চরিত্রে ‘গিট্টু সেলিম’ নামে দেখা যায় আখম হাসানকে । তার প্রধান কাজ অন্যের শুভ কাজে এমন গিট্টি লাগানো যেন কাজটি আর শুভ ভাবে সম্পন্ন হতে না পারে । কাফি সাহেবের (তাসমি বারী) কাজেও এর বিপরীত নয় । চুলে কলপ না লাগিয়ে জিনসিন কোম্পানির তেল দিয়ে তার কাজে গিট্টু লাগিয়ে দেয় ।
এত বড় বড় দক্ষ অভিনেতার মাঝেও তার অভিনয়ের দৃশ্যটি ছিলো চোখ ঝাঁঝালো । চরিত্রটি ভালো ভাবেই মানিয়ে নিয়ে ছিলেন নিজের সাথে ।