গ্রাহক পর্যায়ে আবারো বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন -বিইআরসি। ইউনিট প্রতি বাড়ানো হয়েছে গড়ে ৩৫ পয়সা। তবে পাইকারী পর্যায়ে না বাড়ানোর সিদ্ধান্ত। ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।
গত মাসে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছিলো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড – ডেসকো। ২৫ সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত গণশুনানি শেষে বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর নীট বিদ্যুৎ বিতরণ খরচ বৃদ্ধি বিবেচনায় নিয়ে গড়ে ৩৫ পয়সা দাম বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।
একই সাথে বিদ্যুতের ন্যুনতম চার্জ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে মোট গ্রাহকের ১৩ শতাংশ অর্থাৎ ত্রিশ লাখ লাইফ লাইন গ্রাহকের বিদ্যুৎ বিল কমবে।এছাড়া, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন ৬০ লাখ গ্রাহকের খুচরা বিদ্যুতের দাম অপরিবর্তীত থাকছে। বিইআরসির মতে, সে হিসেবে প্রায় ৯০ লাখ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়বে না।