‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ শ্লোগানে উৎযাপিত হচ্ছে ১৯তম জাতীয় নবান্ন উৎসব’১৪২৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় বাশির সুরে সুরে সকাল সাতটায় উৎসব শুরু হয়।
অনুষ্ঠানে নবান্ন কথন ছাড়াও গান, নাচ, আবৃত্তি ও যন্ত্রসঙ্গীতসহ নানা আয়োজনে সাজানো হয়।মেলায় মুড়ি-মুড়কি-বাতাসা ও পিঠার আয়োজন করা হয়। এছাড়ায় মেলায় আগতদের বিনামূল্য করা হয় স্বাস্থ্য পরীক্ষা।
সকাল নয়টার কিছু পরে চারুকলা থেকে নবান্নের শোভাযাত্রা বের করা হয়। যা টিএসসি চত্ত্বর হয়ে চারুকলায় এসে শেষ হয়। চারুকলা ছাড়াও একযোগে উৎসব চলবে ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে। এসব অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।