নিজেস্ব প্রতিবেদক
আগামী ২৫ জানুয়ারী দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে খানসামা উপজেলা জামায়াতে ইসলামী।
গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বে পাকেরহাট সরকারী কলেজ এলাকা থেকে একটি বিশাল স্বাগত মিছিল বের হয়ে পাকেরহাটের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে পুনরায় শাপলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
মিছিলে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খানসামা উপজেলার সেক্রেটারী মো. সামিউল ইসলাম, সাবেক আমীর মাওলানা আতাউর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি আসেদ আলীসহ উপজেলা জামায়াতের ইসলামী ও ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যান ফেডারেশনসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. সামিউল ইসলাম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে জামায়াতে ইসলামীর কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেজন্য আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে হবে।
উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর খানসামায় জামায়াতে ইসলামীর এমন প্রকাশ্য ও বিশাল মিছিলকে মানুষ হাত নেড়ে অভিবাদন জানান। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরাও মুক্ত পরিবেশে মিছিল করতে পেরে মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন। এ সময় জামায়াত নেতা-কর্মীদের উজ্জীবিত দেখা যায়।