মো. তোফাজ্জল হায়দার | বীরগঞ্জের ঝাড়বাড়ী আমজাদিয়া দাখিল মাদ্রাসায় জে.ডি.সি পরীক্ষার্থীদের জন্য দোয়া -মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ ই অক্টোবর (শনিবার) সাড়ে দশটায় অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতার বড় ছেলে ও অত্র মাদ্রাসার সভাপতি মোঃ ফরাদুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কুরআন শরীফ থেকে সূরা পাঠ করেন অত্র মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র মোঃ মাজারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, ঝাড়বাড়ী আমজাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ জাঙ্গাগীর আলম, অত্র মাদ্রাসার সহ-সুপার আব্দুল রহমান সহ অত্র মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ, পরীক্ষার্থীদের অভিভাবক ও অত্র মাদ্রাসার ছাত্র -ছাত্রীরা।
অত্র মাদ্রাসার সভাপতি মোঃ ফরাদুল ইসলাম পরীক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আর মাত্র তিন দিন পরে তোমাদের জে.ডি.সি পরীক্ষা, এই বাকি কয়েকদিন তোমাদের সম্যসা গুলো সমাধান কর, যেন ভালো রেজান্ট করে মাদ্রাসার সুনাম বহে আনতে পারো।
অত্র মাদ্রাসার সুপার মোঃ জাঙ্গাগীর আলম পরীক্ষার্থীদের উপদেশ দেন, অব্যশ্যই বাসা থেকে কলম, স্কেল, প্রবেশ পত্র নিয়ে পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবা এবং কি শিক্ষকবৃন্দদের সালাম দিয়ে বিসমিল্লাহ্ বলে পরীক্ষায় খাতা, প্রশ্ন পত্র হাতে নিবা, আগে প্রশ্ন পত্র ভাল ভাবে পড়ে নিয়ে তার পরে উত্তর পত্র খাতায় আবারও বিসমিল্লাহ্ বলে লেখা শুরু করবা।
সর্বশেষে পরীক্ষার্থীদের হাতে কলম, স্কেল, প্রবেশ পত্র তুলে দেন প্রতিষ্ঠানের সভাপতি, সুপারসহ সকল শিক্ষকবৃন্দ, পরবর্তীতে অত্র মাদ্ররাসা হুজুর ও ঝাড়বাড়ী হাট খোলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোঃ আব্দুল মান্নান পরীক্ষার্থীদের জন্য দু হাত তুলে মুনাজাত করেন।