দিনাজপুর শহরে সমাজসেবা কার্যালয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের শিক্ষার্থী ও অন্যান্য সুবিধাভোগী তরুণ-তরুণীদের নিয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ঘাসিপাড়াস্থ জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবন (৬ষ্ঠ তলা)’য় অনুষ্ঠিত হয়েছে শহর সমাজসেবা কার্যক্রম, দিনাজপুরের আওতাভুক্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের শিক্ষার্থী ও অন্যান্য সুবিধাভোগী তরুণ-তরুণীদের নিয়ে আলোচনা সভা।

৯ ফেব্রুয়ারি, ২০২৫ রোববার সকাল ১১টায় শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদ এর ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারা বেগম সানু এর সভাপতিত্বে আলোচনা সভার কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক (অঃ দাঃ) মোঃ ময়নুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনির হোসেন ও শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম।

দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদ এর সাংগঠনিক সম্পাদক এমএনডিএফ এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ এর প্রাণবন্ত সঞ্চালনায় আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজ এর সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম, শহর সমাজসেবা সমন্বয় পরিষদ এর প্রচার ও গণসংযোগ সম্পাদক ও এসইউপিকে এর নির্বাহী পরিচালক মোজাফফর হোসেন, শহর সমাজসেবা সমন্বয় পরিষদ এর কোষাধ্যক্ষ ও সোসাইটি ফর উদ্যোগ এর নির্বাহী পরিচালক উম্মে নেহার, শহর সমাজসেবা সমন্বয় পরিষদ এর কার্যনির্বাহী সদস্য ও সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোছাঃ তামজিদা পারভীন (সীমা) ও বিটোপি’র নির্বাহী পরিচালক রিপোর্টার মোঃ মিজানুর রহমান (ডোফুরা) প্রমুখ।

আলোচনা সভায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী ও অত্র কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম, সুবিধা ভোগী তরুণ-তরুণীদের উদ্যোক্তা তৈরিতে জব ফেয়ারের আয়োজন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই বিষয়ক উন্মুক্ত আলোচনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *