দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হেনস্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল।

আজ সোমবার (১০ মার্চ) বীরগঞ্জ সেরকারী কলেজের সামনে ঢাকা- পঞ্চগড় মহাসড়কের পাশে এই মানববন্ধন কর্মসূচী পালন করন। মানববন্ধনে ছাত্রদলের নেতা ও সাধারণ শিক্ষার্থীরা নারী নি*পীড়ন ও ধ*র্ষণ বন্ধ এবং ধ*র্ষকদের বিচারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অংশ নিয়ে স্লোগান দিতে থাকে।

এ সময় বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, মাহমুদুল হাসান বিপ্লব বলেন, সারাদেশে নারীরা অব্যাহত নিপীড়ন ও ধর্ষণের শিকার হচ্ছেন, এটা আমাদের জন্য লজ্জাস্কর। সরকারকে অতি দ্রুত ধর্ষক ও নিপীড়কদের শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, হুমায়ুন আহমেদ ইফতি বলেন, কিছুদিন ধরে নারীদের ওপর নি*পীড়ন, ধ*র্ষণ, হামলা মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। আমার এ কলেজ থেকে এই বার্তা দিতে চাই যে, নারীর প্রতি কোনো ধরনের নিপীড়ন সহ্য করা হবেনা। সব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পযন্ত আমাদের এ আন্দোলন চলবে। একটি নিরাপদ ও সুন্দর দেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু কয়েক দিনের অব্যাহত ধর্ষণের ঘটনায় আমাদের আশা ভঙ্গ হয়েছে। সরকারের প্রতি আবেদন, অবিলম্বে ধর্ষকদের বিচারের আওতায় এনে দেশে সুশাসন আর নিরাপত্তা নিশ্চিত করুন।

এ সময় আর-ও উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য, মোঃ আব্দুল্লাহ আবির, মোঃ মোবারক হোসেন, মোঃ মনোয়ার হোসেন, মেহেদী হাসান, হযরত আলী, লিমন, রনি, পিয়াস, আবির, সোহেল, শুভ, হৃদয় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *