না ফেরার দেশে চলে গেলেন নেপালে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন নেপালে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে মারা যান তিনি। স্বামীর কবরের পাশেই আফসানাকে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।

নেপালে বিধ্বস্ত ইউএস বাংলা বিমানের পাইলট ছিলেন আবিদ সুলতান। দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর খবর শুনে মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আফসানা খানম। ১৮ মার্চ নিউরোসায়েন্স হাসপাতলে ভর্তি করে আফসানাকে অপারেশন করা হয় দুবার। রাখা হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে আফসানা চলে গেলেন স্বামী আবিদের ঠিকানায়।

ভাই ও ভাবীর জন্য সকলের কাছে দোয়া চান নিহত পাইলট আবিদের ছোট ভাই। পাইলট আবিদ ও তাঁর স্ত্রী আফসানা চলে গেছেন না ফেরার দেশে। তাদের একমাত্র সন্তান মাহি বাবা-মায়ের স্মৃতি নিয়ে এগিয়ে যাবেন স্বপ্নপূরণে, এমনটাই জানান স্বজনরা।

আফসানা খানমের মৃতদেহ নেয়া হয়েছে উত্তরায়। সেখানে জানাযা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে বিকেলে দাফন করা হবে স্বামী আবিদ সুলতানের পাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *