বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রংপুর সিটি নির্বাচন শান্তিপূর্ণ হলেও নির্বাচন কমিশনের প্রতি আস্থা তৈরি হয়নি। নিরপেক্ষ সহায়ক সরকার ছাড়া বিএনপি জাতীয় নির্বাচনে যাবেনা বলেও জানান তিনি।
ঠাকুরগাঁয়ের নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার আবারো এক দলীয় নির্বাচনের ষড়যন্ত্র করছে। সরকারের সে ষড়যন্ত্র সফল হবে না। আগামী নির্বাচন হতে হবে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে।
এদিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, আদালতকে ব্যবহার করে সরকার বেগম জিয়াকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে।
অন্যদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানবন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর কাছে কোনো তথ্য উপাত্ত না থাকায় বেগম জিয়ার আইনী নোটিশ প্রত্যাহারে সরকারি দলের নেতারা হুমকি দিচ্ছেন। রংপুর সিটি নির্বাচনে কী হয়েছে জনগণ তা জানে বলে মন্তব্য করেন তিনি।