পাঞ্জাবি-টুপি পরায় চাকরিচ্যুত বাংলালিংক কর্মী

Share

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

পাঞ্জাবি-টুপি পরে অফিসে যাওয়ার অপরাধে সরদার আল মারজান নামের বাগেরহাটের বাংলালিংক কাস্টমার কেয়ারের এক প্রতিনিধিকে চাকরিচ্যুত করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার (২৩ মে) পাঞ্জাবি-টুপি পরিধান করে অফিস করার অপরাধে দুপুরে মারজানকে গালিগালাজ করে চাকরি থেকে অব্যাহতি দেন বাংলালিংকের জোনাল ম্যানেজার মো. আ. রায়হান উদ্দিন।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২৯ মে) মানহানি ও আর্থিক ক্ষতিপূরণ দাবি করে বাংলালিংকের জোনাল ম্যানেজার মো. আঃ রায়হান উদ্দিনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ক্ষতিগ্রস্ত আল মারজান। মারজানের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠান বাগেরহাট জজকোর্টের আইনজীবী জগৎজীবন বসু।

লিগ্যাল নোটিশে বলা হয়, সরদার আল মারজান ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে চলতি বছরের ২৩ মে পর্যন্ত বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধি হিসেবে চাকরি করে আসছেন। রমজান মাস শুরু হলে ২৩ মে মারজান পাঞ্জাবি-টুপি পরিধান করে অফিসে যান। অফিসের নিয়মিত কাজ হিসেবে নিজের ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে সহকর্মীদের সু-প্রভাত জানান।

হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঞ্জাবি-টুপি পরিহিত ছবি দেখে বাংলালিংকের জোনাল ম্যানেজার মো. আবু রায়হান উদ্দিন মোবাইল ফোনে মারজানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মারজান ও মো. আ. রায়হান উদ্দিনের কথোপকথনের রেকর্ড সংরক্ষিত রয়েছে বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হযেছে।

এ ধরণের গালিগালাজ ও চাকরিচ্যুত করায় মারজান সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য তার মানহানি ও আর্থিক ক্ষতিপূরণ প্রদান না করলে ৭ দিনের মধ্যে আদালতের আশ্রয় গ্রহণের কথা নোটিশে বলা হয়েছে।

তবে এ বিষয়ে মঙ্গলবার রাতে মুঠোফোনে জানতে চাইলে বাংলালিংকের জোনাল ম্যানেজার মোঃ আঃ রায়হান উদ্দিন বিষয়টি অস্বীকার করেন।

তিনি বলেন, সে সরাসরি আমাদের কর্মী ছিল না। একটি তৃতীয় পক্ষের মাধ্যমে ওই পদে সে নিয়োগপ্রাপ্ত। তাকে চাকরি দেয়া বা চাকরিচ্যুত করার ক্ষমতা আমার নেই।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ফসলী জমি রক্ষা ও বালুমহাল ইজারা বাতিল দাবিতে কৃষকদের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদীর ভাঙন থেকে ফসলি জমি রক্ষা, পথচারী...

বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ট্যাপেনটাডোল সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ২৫ পিস ট্যাপেনটাডোল সহ উৎপল চন্দ্র রায় নামে...

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-২

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের মাদকবিরোধী নিয়মিত অভিযান চলমান...

বীরগঞ্জে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।