ফিফা ২০১৮ বিশ্বকাপের প্রস্তুতিতে আজ প্রীতি ম্যাচ খেলতে নামছে আসরের দুই হট ফেবারিট ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়াকে আর আর্জেন্টিনা বাছাই পর্ব থেকে ছিটকে যাওয়া ইতালিকে মোকাবেলা করবে।
রাশিয়া-ব্রাজিল ম্যাচটি শুরু হবে মস্কোয় রাত ১০টায়। ব্রাজিল দলে নেইমার না থাকলেও আছেন ফিলিপে কৌতিনিয়ো, মার্সেলো, রবের্ত ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, কাসেমিরো ও উইলিয়ানদের মত বড় তারকা। চার দিন পর বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে পরের প্রীতি ম্যাচ খেলবে তিতের দল। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে। ‘ই’ গ্রুপে অন্য দুই দল সার্বিয়া ও কোস্টারিকা।
আর্জেন্টিনা-ইতালি ম্যাচটি শুরু হবে রাত পৌণে দুটায়। ইংল্যান্ডের ম্যানচেস্টারে খেলে চারদিন পর মাদ্রিদে স্পেনের মোকাবেলা করবে আর্জেন্টাইনরা। জর্জ স্যাম্পাওলির দলে লিওনেল মেসির সাথে হাভিয়ের মাসচেরানো ও গঞ্জালো হিগুওয়াইন থাকলেও হাঁটুর ইনজুরিতে নেই সের্জিও এগুয়েরো। বিশ্বকাপে ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ আর্জেন্টিনার। ‘ডি’ গ্রুপে অন্য দুই দেশ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।