ফেনীতে ট্রেন ও কাভার্ডভ্যান সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’জন। ঢাকা থেকে চট্টগ্রামমুখী তূর্ণা নিশিতা ট্রেনটি ভোর সাড়ে চারটার দিকে ফেনী শহরতলীর বারাহীপুর রেলগেইটে পৌঁছলে, একটি কাভার্ডভ্যান রেলক্রসিং পার হতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহতদেরকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে আরো একজনের মৃত্যু হয়।
ফেনী সদর হাসপাতালের আর এম ও ডা. অসীম কুমার সাহা জানান, অপর আহত দু’জনের অবস্থাও আশংকাজনক। এদিকে, হবিগঞ্জের বাহুবলে বাস ও সিএনজি অটোরিক্সা সংঘর্ষে সিএনজি চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ভোরসাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজি অটোরিক্সা চালক ফরহাদ মিয়া ও নুর আলী।
পুলিশ জানায়, সিএনজি যাত্রী ফরহাদ ও নুর আলী ঢাকা-সিলেট মহাসড়কের চারিনাও এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।