স্টাফ রিপোর্টার: রেজাউল সরকার রনি
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের বানভাসি মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অফ বীরগঞ্জ দিনাজপুর। আজ শুক্রবার স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অতঃপর থিয়েটার এন্ড সংঘের সহযোগিতায় সারাদিন ব্যাপি চিকিৎসা সেবা প্রদান করেছে এস.এ.বিডি ।
জামতলী এবং ঝাড়বাড়িতে দুটি ক্যাম্পের মাধ্যমে সাত জন এম,বি,বি,এস চিকিৎসক প্রায় এক হাজার মানুষকে বন্যা পরবর্তি নানা রোগের চিকিৎসা পরামর্শ দেন।উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে বিনা মুল্যে প্রাথমিক ওষুধও প্রদান করা হয়।
সরজমিনে গিয়ে কথা হয় চিকিৎসা সেবা নিতে আসা রাংঙ্গালীপাড়ার বানভাসি এক বৃদ্ধ হায়দার আলীর সাথে । তিনি জানান, বন্যায় বাড়ি ডুবে গেছে । ক্ষয় ক্ষতি হয়েছে অনেক । ফলে পারছেননা চিকিৎসা করাতে । বন্যা পরবর্তি এই দু:সময়ে এস,এ,বি,ডি’র এমন উদ্যোগ বানভাসি মানুষদের মনে আশার সঞ্চার করেছে আর ফিরিয়ে দিয়েছে আত্নবিশ্বাস।