নিজস্ব প্রতিবেদক | বীর মুক্তিযোদ্ধা তুলশী দেবনাথ আর নেই আমাদের মাঝে । গতরাতে আনুমানিক সাড়ে নয় ঘটিকায় তার নিজ বাসভবনে পরলোক গমন করে । মৃত্যুকালে তার বয়স প্রায় ৭০ বছর ।
একাত্তরের মুক্তিযোদ্ধে পাক-সেনার অন্যায়-অত্যাচার দেখে তিনিও ঝাপিড়ে পড়েছিলেন । তখন তিনি যুবক । ভারতে যুদ্ধের ট্রেনিং নিয়ে এদেশে ফিরে যুদ্ধে অংশগ্রহণ করে ।
সরজমিনে গিয়ে দেখা যায়, বীর মুক্তিযোদ্ধা তুলশীর দেবনাথের মৃত দেহের পাশে তার স্ত্রী, পুত্রকে বাসে আছে নির্বাক হয়ে । তার স্ত্রীর সাথে কথা বলে চাইলে আবেগে সিক্ত হয়ে কিছু বলতে পারে না ।
উল্লেখ্য, আজ সকালে মৃত তুলশী দেবনাথের বাসায় উপজেলা আওয়ামিলীগের সভাপতি জাকারিয়া জাকা পরিদর্শনে আসনে এবং পরিবারের সকল সদস্যদের সান্তনা দেন ।
জানা যায়, আজ দুপুরে তার নিজগৃহে সৎকার করা হবে ।