ভ্রাম্যমান আদালত বসিয়ে এক আইনজীবীকে সাজা দেয়ার ঘটনায় দিনাজপুরের বীরগঞ্জের এসি ল্যান্ড বিরোদা রানি রায় হাইকোর্টে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। দুপুরে শুনানি শেষে বিচারপতি মো: হাবিবুল গনি ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেছেন।
ঐদিন এসি ল্যান্ড বিরোদা রানিকে ক্ষমা চেয়ে দেয়া বক্তব্য লিখিতভাবে জানাতে নির্দেশ দেন আদালত। ১২ ডিসেম্বর একটি নামজারির মামলায় শুনানি করতে বীরগঞ্জ এসি ল্যান্ডের কক্ষে বসেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নিরোদ বিহারী রায়।
এ নিয়ে বাকবিতন্ডার জের ধরে আইনজীবীকে ৫০০ টাকা জরিমানা অনাদায়ে একদিনের কারাদন্ড দেন সহকারি কমিশনার বিরোদা রানি রায়। বিষয়টি আমলে নিয়ে এসি ল্যান্ডেকে হাজির হতে ১৭ ডিসেম্বর আদেশ দিয়েছিলেন হাইকোর্ট বেঞ্চ।