বৈশাখকে সামনে রেখে, এইরমধ্যে বাড়তে শুরু করেছে ইলিশের দাম। হালিতে কম করে হলেও ৫শ’ টাকা বেড়েছে। তবে নিম্ন আয়ের মানুষের জন্য সুখবর আছে, মোটা চালের দাম কমেছে কেজিতে এক-দুই টাকা।
১৪ই এপ্রিল পহেলা বৈশাখ, এখনো বাকি তিন সপ্তাহের মতো। তারপরও ইলিশ মাছ বাজারে উত্তাপ ছড়াতে শুরু করেছে। এখনই ৫শ’ টাকা নিচে ইলিশ মাছ পাওয়া কঠিন। তবে কাঁচা বাজারে খুব একটা অস্বস্তি নেই। মৌসুমের নতুন তাই সজনের দাম একটু বেশি, কেজি ১শ’ টাকা কাছাকাছি। আর টমেটো মৌসুম শেষ দিকে, তাই দামটাও বাড়তি দিকে।
এদিকে, ভারত থেকে চাল আমদানির কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। মোটা স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৩৯-৪০ টাকায়। মাংসের বাজারে নতুন কোন খবর নেই। আগের দামেই স্থিতিশীল রয়েছে।