ভোলা ইসলামিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে প্রশ্নপত্রের উত্তরসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ভোলা সদর ইসলামিয়া হোটেলে অভিযান চালিয়ে ১০টি ইলেকট্রিক ডিভাইস, ১০টি ইয়াররিং ফোন, ৭টি ডিভাইসের ব্যাটারি, ৮টি মোবাইল ও নিয়োগ পরিক্ষার উত্তরপত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চক্রের মূল হোতা মো: ফাহাদ হাওলার (২৫), মো: নুরুল মমিন (২৪), মো: হাবিবুর রহমান (২৫) কে গ্রেফতার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছিলো বলে জানান আইন শৃঙ্খলা বাহিনী।
নুরুল আমিন তজুমদ্দিন উপজেলার গোলকপুর গ্রামের বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে, আরেকজন ফাহাদ হাওলাদার, চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের বাসিন্দা শাহাজান চান মিয়ার ছেলে,
হাবিবুর রহমান শাকিল তজুমদ্দিন উপজেলার মাহারকান্দি গ্রামের বাসিন্দা নাজমুল হকের ছেলে বলে জানায় পুলিশ।
ভোলা জেলা গোয়েন্দা শাখার (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, চক্রের বিরুদ্ধে মামলা হয়েছে। বাকীদেরও গ্রেফতারে চেষ্টা চলছে। এছাড়া চক্রটির সাথে শিক্ষকদের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহ বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।