মল্লিকাদহে ভয়াবহ অগ্নিকান্ড, ক্ষয়-ক্ষতি প্রায় এক-কোটি টাকা !

Share

রেজাউল সরকার রনি : পঞ্জগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহের প্রধানপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ড । সোমবার দিবাগত রাত আনুমানিক ১ টার সময়  কয়েলের আগুন থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ।

গতকাল রাতে গোয়ালঘরে কয়েল জালানোর পর ওই ঘরেই থাকা শুকনো পাটের সংস্পর্শে আসে কয়েলের আগুন । আস্তে আস্তে এই আগুন ভয়াবহ রূপ নেয়  সমগ্র প্রাধান পাড়ায় । সরজমিনে গিয়ে দেখা যায়, অগ্নিকান্ডে মোট ২৭ বাড়ির মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।

গবাদীপশুসহ ধান-চাল ও বাইশ হাজার টাকার পাট পুড়ে ছাই হয়ে গেছে । রাস্তা খারাপ থাকার কারনে দমকল বাহিনী পৌছাতে অতিরিক্ত সময় লাগে দুই ঘন্টারও বেশি । নাহলে ক্ষয়-ক্ষতির পরিমাণ কমানো যেত বলে জানায় এলাকাবাসী ।

মোট ক্ষতির পরিমাণ জানতে চাইলে স্থানীয় আওয়ামীলীগের ই্বউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন বলেন, “ আগুনে ক্ষতিগ্রস্থ সাতাশটি বাড়ির যে পরিমাণ ক্ষতি হয়েছে সেগুলোর মোট হিসেব টাকার পরিমাণে প্রায় এক কোটি ।”

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মো: নুরআলম (৫৫) অশ্রুসজল চোখে জানান,  তার বাসার থেকে এ আগুনে উৎপত্তি হয় । পরনের কাপড় ছাড়া আর কিছুই বাচাতে পারেননি ।

এছাড়া দুটি গরু আগুনে পুড়ে মারা যায় । বেশ কিছু গবাদিপশু অগ্নিদগ্ধ হযেছে । অগ্নিকান্ডের সময় ঘর থেকে কোন কিছু বের করতে না পারায় প্রাধান পাড়ায় জ্বলেনি উনুনে আগুন । সকালে ইউনিয়ন পরিষদ থেকে শুকনো খাবার বিতরণ করা হয় ক্ষতিগ্রস্থ এলাকারবাসীর মাঝে ।

বেলা প্রায় বারোটার সময় পরিদদর্শনে আসেন দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাসনাতুজ জামান । এসময় তিনি ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ এক হাজার টাকা, দশ কেজি করে চাল ও একটি করে কম্বল বিতরণ করেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

ঈদের জন্যে চকচকে নতুন টাকা যেখানে পাবেন

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৩ জুন থেকে ১৪...

বৈশাখকে সামনে রেখে, বাড়তে শুরু করেছে ইলিশের দাম

বৈশাখকে সামনে রেখে, এইরমধ্যে বাড়তে শুরু করেছে ইলিশের দাম। হালিতে কম করে...

বাজারে কমেছে পেঁয়াজের দাম; বেশিরভাগ নিত্যপণ্যের দাম রয়েছে স্থিতিশীল

বাজারে কমেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে চল্লিশ...

২৩ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু সোমবার

সোমবার শুরু হচ্ছে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রস্তুতির শেষ মুহূর্তে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।