পদত্যাগের পরদিনই আবারো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জনতা দলের প্রধান নীতিশ কুমার। মহাজোট ছেড়ে ফের ক্ষমতাসীন বিজেপির সঙ্গী হলেন তিনি। নানা নাটকীয়তা শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল দশটায় শপথ নেন বিহারের মুখ্যমন্ত্রী।
এ নিয়ে ষষ্ঠবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার। আর উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিহারে বিজেপির শীর্ষ নেতা সুশীল মোদী। নতুন জোটে জনতা দলের ৭১, বিজেপির ৫৩ ও তিন স্বতন্ত্র বিধায়কসহ পাঁচ দলের মোট ১৩২ বিধায়ক রয়েছেন। এরআগে, রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবের পরিবারের দুর্নীতির প্রতিবাদে বুধবার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন নীতিশ কুমার।