মুক্তিযুদ্ধের কন্ঠসৈনিক শিল্পী আব্দুল জব্বার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল ন’টার দিকে তিনি মারা যান। গত মাস চারেক ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী আব্দুল জব্বার। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে।
“সালাম সালাম হাজার সালাম”, “জয় বাংলা বাংলার জয়” – সহ অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন আব্দুল জব্বার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পী ভূষিত হয়েছেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদক ও একুশে পদক ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননায়।