স্পোর্টস ডেস্কঃ
গ্রিন গ্যালারি, ঘণ্টা বাজিয়ে ম্যাচ শুরু, বিশেষ কয়েন দিয়ে টস সিলেটবাসীর জন্য রোমাঞ্চের সব ছিল জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে। দর্শকরাইবা কেন বসে থাকবে? এই ঐতিহাসিক টেস্টকে স্মরণীয় করে রাখতে সিলেটের প্রথম টেস্টকে স্মরণীয় রাখতে চেষ্টার কমতি রাখেনি সিলেট ক্রিয়া সংস্থা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঠিক সেইটিই করলো এক কিশোর।
ম্যাচের ৪৮তম ওভারে যখন ব্যাট করছিল জিম্বাবুয়ে তখনই এক যুবক নিরাপত্তাকে ফাঁকি দিয়ে দৌড়ে প্রবেশ করল মাঠে, ছুটে গেল দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মুশফিকের কাছে। প্রথমে মুশফিক হতবাক হলেও পরে সামলে নিয়ে জড়িয়ে ধরেন সেই ক্ষুদে ভক্তকে। কিন্তু ব্যাপারটিতে সন্তুষ্ট নন মাঠের নিরাপত্তারক্ষীরা। টেনে মাঠের বাইরে নিয়ে গেল সেই ক্ষুদে ভক্তকে।
ফুটবলে এইর কম ঘটনা অহরহর হলেও বাংলাদেশ ক্রিকেটে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঘটল। এর আগে মাশরাফিকে জড়িয়ে ধরতে মিরপুরে প্রবেশ করেছিল এক যুবক।
ভিডিও দেখুনঃ
https://youtu.be/pbOI81X9tqc