ডেস্ক রিপোর্ট: গত কাল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন মুক্তিযোদ্ধা তুলশী দেবনাথ।রাত্রী আনুমানিক নয়টার সময় মৃত্যু হয় এই দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ও প্রাক্তন শিক্ষকের।তার মৃত্যুর খবরে অত্র বীরগঞ্জ উপজেলা ও ঝাড়বাড়ী এলাকায় নেমে আসে শোকের ছায়া। বিভিন্ন মহল নানা মাধ্যমে এই মহান যোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
আজ বিকেল তিনটা ছিচল্লিশ মিনিটে গার্ড অফ অনার এর মাধ্যমে তার নিজ বাস ভবনে সমাহিত করা হয় প্রয়াত তুলশি দেবনাথকে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলম হোসেন।
ছবি: খালীদ সাঈদ সৈকত