স্বামীর থাপ্পড়ে অভিমানী স্ত্রীর আত্মহত্যা

Share

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

থাপ্পড় দেওয়ায় স্বামীর ওপর অভিমান করে লাকী বেগম (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্বামীর কাছ থেকে হেডফোন কেড়ে নেওয়ায় স্ত্রীকে থাপ্পড় দেয় বলে জানা যায়।

গতকাল সোমবার রাতে এমন ঘটনা ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার একটি গ্রামে। নিহত লাকী উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুতপুর গ্রামের মো. শাকিলের স্ত্রী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত পাঁচ মাস আগে মামুতপুর গ্রামের মো. হানিফ মোল্লার মেয়ে লাকী ও একই এলাকার মো. মজিদ গাইনের ছেলে শাকিল গাইন বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে তারা ঝামেলাহীন ভাবেই সংসার করছিলেন। তাদের সংসারে কখনও কোনো ঝগড়া বিবাদ দেখা যায়নি। এমনকি শ্বশুরবাড়ির সকলের সঙ্গে লাকীর ভালো সম্পর্ক ছিল।

নিহতের স্বামী শাকিল জানান, প্রতিদিনের মত গতকাল সোমবার রাতেও তারা গল্প,হাঁসি-ঠাট্টা করছিলেন। এক পর্যায়ে তিনি হেডফোন গান শুনতে লাগলে লাকী তোর কাছ থেকে হেডফোনটি কেড়ে নেন। এতে উত্তেজিত হয়ে কিছু না বুঝেই তিনি তার স্ত্রীকে একটি থাপ্পড় দেন। পরে লাকী তার উপর অভিমান করে ঘুমিয়ে পড়ে।

শাকিল বলেন, ‘সেহরীর সময় আমার মা লাকীকে ডাকতে আসে। তার কোনো সাড়াশব্দ না পেয়ে আমি ঘুম থেকে উঠে ঘরের লাইট জ্বালিয়ে দেখতে পাই আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে সে। পরে আমি তাকে সেখান থেকে নামিয়ে আনি । কিন্তু ততক্ষণে লাকী আর বেঁচে নেই।’

এদিকে লাকীর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা তা তদন্ত করে দেখছে গুরুদাসপুর থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা আমাদের সময়কে বলেন, ‘মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তারও তদন্ত করা হচ্ছে।’

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে আবুল কালাম আজাদ না‌মের এক কৃষকের আড়াই বিঘা জমির করলা ও ঝিঙ্গা রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক ‎দিনাজপুরের বীরগঞ্জে আবুল কালাম আজাদ না‌মের এক কৃষকের আড়াই বিঘা...

দিনাজপুরের বিরলে ধান কাঁটা উৎসবের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বিরলে ধান কাঁটা উৎসবের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি...

দিনাজপুরের খানসামায় সাবেক ছাত্রলীগ নেতা আকবর হোসাইন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক খানসামা উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা আকবর হোসাইনকে গ্রেফতার করেছে থানা...

বীরগঞ্জে যুব কল্যাণ পরিষদের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় পরিবারকে খাদ্যবিতরণ

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে যুব কল্যাণ পরিষদ এর ২য় সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: birganjnews24@gmail.com

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।