নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবি) এর চার কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।তারা ছাত্রলীগের সদস্য ছিলেন।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে বলে জানান দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এক্সটেনশন কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাব্বি শেখ, বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ইলিয়াস কাঞ্চন, ফিল্ড এক্সটেনশন কর্মকর্তা আসাদুল্লাহ সালেহীন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা মামলা এবং ছাত্রলীগকে সংঘটিত করে বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি মতিউর রহমান।