হাড় কাঁপানো শীতে নাস্তানাবুদ সারা দেশ। বিপর্যস্ত জনজীবন। জেকে বসা শীতের তোড়ে শিশু ও বৃদ্ধরা ভুগছে নানা রোগে। কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরো দুই শিশু। গরম কাপড়ের অভাবে বিভিন্ন জেলার দরিদ্র ও ছিন্নমূলরা।
শৈত্যপ্রবাহের সাথে ঘন কুয়াশায় ঢেকে আছে পঞ্চগড়। জেলার দুই লাখ দুস্থ শীতার্তের বিপরীতে এ পর্যন্ত মাত্র ৩০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দিনাজপুরে ঠাণ্ডা বাতাসের সাথে বৃষ্টির মতো ঝরছে গুড়ি গুড়ি কুয়াশা। এতে জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। গত ২৪ ঘণ্টায় শীত জনিত রোগে মারা গেছে আরো দুই শিশু।
এনিয়ে কুড়িগ্রামে শীতে আটজনের মৃত্যু হয়েছে। পৌষের শেষের শীতে জবুথবু লালমনিরহাটের জনজীবনও। ঠাণ্ডা বাতাসে সবচেয়ে বিপাকে খেটে খাওয়া দিনমজুর, ছিন্নমুল ও চরাঞ্চলের মানুষ।
কনকনে ঠাণ্ডার সাথে বাতাসে চরম জবুথবু উত্তরের জেলা জয়পুরহাটের মানুষও। গাইবান্ধায় সরকারিভাবে শীতবস্ত্র বিতরন করা হলেও তা চাহিদার তুলনায় অনেক কম। উদ্বেগজনকহারে হাসপাতালে শিশুদের ভীড় বাড়ছে।