যখন চলেই যাবো অজানা আরেক জগতে
তখন আমার হৃদয়ের হীরন্ময় কুটীরে
প্রোজ্জ্বলিত থাক তোমার অনির্বাণ বিশ্বাসের শিখা।
সেই চিরচেনা সমুদ্রের অতলে আমি
আমরণ থাকতে চাই অবগাহি।
এ হৃদয় মনের সর্বত্র ব্যাপিই তো শুধু
তোমার ভালোবাসার বিস্তার,
যার স্পর্শে ফুটে ওঠে
বিশ্বাসের কোমল গোলাপ।
সৌন্দর্যের পরশ ছড়ায় মনমুগ্ধ সুবাস,
অন্ধকারের কুয়াশা চিরে বিকশিত হয়
বন-বনান্ত,সাগর নদী ঝর্ণা পাহাড়া।
হৃদয়ের ঝিলে ফুটে ওঠে
প্রত্যায়ের দীপ্ত কমল।
বাতাসের ঢেউ লাগে ফসলের সবুজ মাঠে,
পাখির কন্ঠে উচ্চারিত হয় সুরের মূর্ছনা
আমার বিদগ্ধ মন সেই সুরে তন্ময়।
শিরি ফরহাদ,এন্টনিও ক্লিওপেট্রাদের মতো
অমর প্রেমের ব্যাকুলতায়…
তোমার অলৌকিক স্বপ্নিল জোছনায়।
অতএব আমার হৃদয়ের সবগুলো অন্ধকার প্রকোষ্ঠ,
হোক আলোকিত তোমার হীরন্ময় অবিনাশী
বর্নাঢ্য আলোর ঝর্ণা ধারায়।
আর জ্বল জ্বল জোনাকীর মতো ফুটে থাক
একটি অনড় ধ্রুব তারা,
যা স্থির..
তোমার অনির্বাণ বিশ্বাসের শিখা নিয়ে
হেটে যেতে চাই
নিঃসংকোচে অনেক দূরে,
যেখানে যাওয়ার পরে দূর বলে আর কিছু রবে না।
লিখেছেনঃ জলস্পোর্শী তটিনী