অন্তর্দহন

Share

পৃথিবীর পথে হেঁটে হেঁটে
আজ আমি ক্লান্ত প্রায়,
একটু স্বাধীনতা আর
একটি পবিত্র হৃদয়ের আশায়।

আধাঁর অন্তরীক্ষ জুড়ে,
কি বিচিত্র আলোকরাশি।
রঙ্গন,কামিনীর নীরব ইশারা
আমি ঠায় চেয়ে
দাড়িয়ে থাকি অপলকে।

একটি কাঙ্ক্ষিত জোৎস্নার আশায়
বাউলী সাজে ঘুরে বেড়িয়েছি আমি
পথে প্রান্তরে।

গৃহত্যাগী সন্ন্যাসীর মতন,
আমি খুজে বেড়িয়েছি সেই মুখ
সেই মন হরনারে।

ছিন্ন বসন আর ক্লান্তির বদন নিয়ে,
যখনই গৃহ দোরে কদম তুলেছি
অন্ধকার এসেছিল ধেয়ে।
সেই গৃহ ছেড়ে অনিশ্চয়তার পথে
পুনঃযাত্রা করতে হয়েছে আমায়,
কলঙ্কিনী অপবাদে।

কল্পলোকের গন্ডি ছেড়ে
যে পবিত্র হৃদয়,
আবিষ্কারের ব্যর্থ প্রচেষ্টায় গৃহহারা হলাম
আমার সে প্রিয়তম হারিয়ে যায়
তবু বারংবারে।

অজানার পথে আমায় একা ফেলে।
যার ভালোবাসার অর্ণব স্রোতে
আমি বৃষ্টিধারা হলাম,
আমার সেই ভালোবাসা হতে
আজ আমি বঞ্চিত,দূরীভূত;
ক্লান্ত আর রুগ্ন প্রায়।

এখনো হেঁটে চলেছি পৃথিবীর পথে পথে
তাকে ফিরে পাবার আশায়।
অন্তরে ঝড় তুলে,
সে আজ অন্য কারো হৃদয়ের অতিথি।

কেন মিছে আস্ফালন
তাকে ফিরে পাবার তরে?
হোকনা এটাই সান্ত্বনা,
আছে সে আমারই সত্তা জুড়ে
আমারই অচৈতন্যের চেতনায়।

 

লিখেছেনঃ জলস্পোর্শী তিটিনী 

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

‘হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’: ক্যাম্পাস রোডশো শুরু

নিজস্ব প্রতিবেদক হুয়াওয়ের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর ১২তম আসরের...

দিনাজপুর শহরে সমাজসেবা কার্যালয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের শিক্ষার্থী ও অন্যান্য সুবিধাভোগী তরুণ-তরুণীদের নিয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।