অন্তর্দহন

পৃথিবীর পথে হেঁটে হেঁটে
আজ আমি ক্লান্ত প্রায়,
একটু স্বাধীনতা আর
একটি পবিত্র হৃদয়ের আশায়।

আধাঁর অন্তরীক্ষ জুড়ে,
কি বিচিত্র আলোকরাশি।
রঙ্গন,কামিনীর নীরব ইশারা
আমি ঠায় চেয়ে
দাড়িয়ে থাকি অপলকে।

একটি কাঙ্ক্ষিত জোৎস্নার আশায়
বাউলী সাজে ঘুরে বেড়িয়েছি আমি
পথে প্রান্তরে।

গৃহত্যাগী সন্ন্যাসীর মতন,
আমি খুজে বেড়িয়েছি সেই মুখ
সেই মন হরনারে।

ছিন্ন বসন আর ক্লান্তির বদন নিয়ে,
যখনই গৃহ দোরে কদম তুলেছি
অন্ধকার এসেছিল ধেয়ে।
সেই গৃহ ছেড়ে অনিশ্চয়তার পথে
পুনঃযাত্রা করতে হয়েছে আমায়,
কলঙ্কিনী অপবাদে।

কল্পলোকের গন্ডি ছেড়ে
যে পবিত্র হৃদয়,
আবিষ্কারের ব্যর্থ প্রচেষ্টায় গৃহহারা হলাম
আমার সে প্রিয়তম হারিয়ে যায়
তবু বারংবারে।

অজানার পথে আমায় একা ফেলে।
যার ভালোবাসার অর্ণব স্রোতে
আমি বৃষ্টিধারা হলাম,
আমার সেই ভালোবাসা হতে
আজ আমি বঞ্চিত,দূরীভূত;
ক্লান্ত আর রুগ্ন প্রায়।

এখনো হেঁটে চলেছি পৃথিবীর পথে পথে
তাকে ফিরে পাবার আশায়।
অন্তরে ঝড় তুলে,
সে আজ অন্য কারো হৃদয়ের অতিথি।

কেন মিছে আস্ফালন
তাকে ফিরে পাবার তরে?
হোকনা এটাই সান্ত্বনা,
আছে সে আমারই সত্তা জুড়ে
আমারই অচৈতন্যের চেতনায়।

 

লিখেছেনঃ জলস্পোর্শী তিটিনী 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *