অন্ধকারের হাঁসি

তুমি কি জানো আজ এ দিঘল রাত্রির প্রহরে সমুদ্রের ঢেউ নয়,
আঁধারের ঢেউগুলো করছে খেলা।
তার অতলান্ত ঘূর্ণাবর্তের আকুল আর্ত স্বরে,
অকূল আঁধারের তেপান্তরে শুধু বাড়ছে বেলা।

আশাহত পথিক আমি একলা চলছি পথ,
চারদিকে কেবল অশনি সংকেত,চমকে উঠে প্রাণ।
এই বুঝি থেমে গেলো জীবনের রথ,
হতাশা করছে স্বপ্ন ভেঙে খান খান।

যুগ যুগ ধরে আমাদের প্রেম ছিলো সোনার হরফে লেখা,
এখন সে হরফে জং ধরে গেছে ভুলের মাসুল দিতে
ঢেকে গেছে কালো আঁধারে তার কিছুই যায় না দেখা,
হৃদয়ের প্রদীপ কখন যে নিভে গেছে বিরহের সংগীতে।

লিখেছেনঃ জলস্পর্শী তটিনী 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *