ঐতিহাসিক ১০ জানুয়ারি আজ। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দেশ স্বাধীনের পর আন্তর্জাতিক চাপের মুখে পরাজিত পাকিস্তানি জান্তা বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে লন্ডন, দিল্লি হয়ে ১০ জানুয়ারি বিজয়ী বেশে মুক্ত স্বদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
দিবসটি উপলক্ষে সকালে, ধানমন্ডি-৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় কায়দায় ফুল দেয়ার, কিছুক্ষণপর দলীয় প্রধান হিসেবে আবারো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানায়, দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জিত হলেও তা এখনো সুসংহত হয়নি।