আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ বারোই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিশ্বমানবতার মুক্তির দিশারী সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম ও ওফাত দিবস। এ উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়া।

আজ থেকে প্রায় সাড়ে ১৪শ’ বছর আগে আইয়্যামে জাহেলিয়াতের যুগে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে সুবহে সাদেকের সময় আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমেনার কোলে জন্মগ্রহণ করেন তিনি। জন্মের আগেই তিনি পিতৃহারা হন আর জন্মের অল্পকাল পরই বঞ্চিত হন মাতৃস্নেহ থেকে।

চল্লিশ বছর বয়সে তিনি মহান আল্লাহের পক্ষ থেকে নবুওয়ত লাভ করেন। পথহারা মানবজাতির কাছে তওহীদের বাণী তুলে ধরেন হযরত মোহাম্মদ সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জাসনে জালুসে ঈদে মিলাদুন্নবীর মিছিল বের করা হয়। এছাড়াও ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *