আজ পহেলা ফাল্গুন। বছর ঘুরে প্রকৃতিতে আবারো রংয়ের ছোঁয়া। ফাল্গুনের প্রথম প্রহর থেকে চারুকলার বকুলতলায় চলছে বসন্ত বরণ উৎসব। শীতের রুক্ষতা শেষে ঋতুরাজ বসন্ত প্রকৃতিতে এনেছে সবুজের রাজত্ব। জেগে উঠেছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম। পাখির কলরব কর্মব্যস্ত বাঙালিকে মনে করিয়ে ফাগুন এসেছে।
চারুকলার বকুলতলায়, তাই বসন্ত বরণের উৎসবের টানে, দালানের খোলস ছেড়ে বাসন্তী সাজে জড়ো হয় নগরবাসী। সুরের সম্মোহনে বকুলতলায় ফাল্গুনের প্রথম প্রহরে মিলে মিশে একাকার প্রকৃতি আর মানুষ। নাচে গানে ঋতুরাজের বন্দনা করেন শিল্পীরা।