আজ ২৪ আগষ্ট, ইয়াসমিন ট্রাজেডির ২২ তম বার্ষিকী

আজ ২৪ আগষ্ট, ইয়াসমিন ট্রাজেডির ২২ তম বার্ষিকী। ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরে কিছু বিপথগামী পুলিশের হাতে তরুণী ইয়াসমিন পৈশাচিকভাবে ধর্ষণ ও হত্যার শিকার হন। পরে দিনাজপুরের মানুষ প্রতিবাদী হয়ে উঠলে পুলিশের গুলিতে প্রাণ হারায় সাতজন। আহত হয় তিন শতাধিক। বিচারের পর পুলিশের এএসআই ময়নুল হোসেন, কনস্টেবল আব্দুস সাত্তার ও অমৃতলালের মৃত্যুদন্ড কার্যকর করা হয়।

দিনটি উপলক্ষে নিহত ইয়াসমিনের কবরে এবং দিনাজপুর-রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কের দশমাইল মোড়ে ইয়াসমিনের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। সেখানে ফাতেহা পাঠ করা হয়। এছাড়া, নিহতের নিজ বাড়ি রামনগরে দিনব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *