আবারো আন্ত-মাহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এটি যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে দেশটির নেতা কিম জং উন। পরীক্ষার সফলতা দাবি করে শনিবার মিসাইল উৎক্ষেপনের ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
‘হুয়াসং-ফোর্টিন’ নামের মিসাইলটি প্রায় এক হাজার মাইল অতিক্রম করে জাপান সাগরে পড়েছে। উৎক্ষেপন পর্যবেক্ষণ করেন কিম জন উন। এ ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন অফিসিয়াল টুইট বার্তায় জানান, পিয়ংইয়ংয়ের মিসাইল পরীক্ষা জাতিসংঘের আইনের লঙ্ঘন করেছে। কোনোভাবেই পরমাণু সমৃদ্ধ উত্তর কোরিয়াকে মেনে নেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
দেশটিক চাপে রাখতে রাশিয়া ও চীনকে আরো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন টিলারসন। উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষাকে পাগলামি বলে উল্লেখ করেছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়। নিজেদের শক্তি প্রদর্শনে মার্কিন সেনাদের সাথে যৌথ মহড়া চলিয়েছে দেশটি।