“আমি সেতু রানী রায় বলছি”

মোঃ আশিক মুন্না | মানুষ মানুষের জন্য।আপনাদের একটু সহযোগিতায় একটি দেশের ভবিষ্যৎ বেচে যেতে পারে।

“আমি সেতু রানী রায়; আমি ঠাকুরগাঁও সদর উপজেলার শান্তিনগর ১নং ওয়ার্ডের নিবাসী।আমার পিতা কৃষ্ণ চন্দ্র রায় একজন সাহায্যকারী তৃতীয় শ্রেণীর (পি,ডি,বি) কর্মচারী। আমি ৩ বছর যাবৎ লোপাস (S.L.E) নামক দুরারোগ্য রোগে ভুগছি।
আমি PEC পরীক্ষায় জিপিএ-৫.০০(গোল্ডেন); JSC পরীক্ষায় জিপিএ-৫.০০(গোল্ডেন) এবং SSC পরীক্ষায় জিপিএ-৪.৮৩ পেয়ে কৃতকার্য হয়েছি।আমি আরও পড়াশোনা করতে চাই।

আমার পিতা আমার চিকিৎসার খরচ জোগাতে আজ নিঃস্ব হয়ে গেছে। ডাক্তার ভালো চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে বলেছেন। যার জন্য ৭/৮ লক্ষ টাকা প্রয়োজন। যা আবার অসহায় বাবার পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
আমার বাবার নাম্বার:০১৭৩৫৮৯৪১৫১
আমি আর,কে,স্টেট স্কুলে পড়াশোনা করেছি।

প্রধান শিক্ষকের নাম্বার:০১৭১২৩৬৩৪০৯
বিকাশ নম্বরঃ 01735894151- 3 (ডাচ বাংলার জন্য শেষে 3 যোগ করতে হবে)
01793035618- 7 (ডাচ বাংলার জন্য শেষে 7 যোগ করতে হবে)
তাই আমার চিকিৎসার জন্য সাধ্যমত সাহায্য করতে সমাজের বিত্তবান, সহৃদয়বান মানুষদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন এইটুকু আমার আবেদন।

নিবেদক
সেতু রানী রায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *