আর মাত্র দু’ সপ্তাহ বাকী ৫২ তম বিশ্ব ইস্তেমার

টঙ্গীর তুরাগ নদের তীরে ৫২ তম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শুরু হতে আর মাত্র দু’ সপ্তাহ বাকী। আগামী জানুয়ারির ১৩ তারিখে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

টঙ্গীর তুরাগ নদীর তীরে এখন চলছে প্রথম পর্বের ইস্তেমার জোর প্রস্তুতি। পাঁচশ ৬০ একর জমিতে চলছে প্যান্ডেল নির্মাণের কাজ। সেই সাথে সমান তালে চলছে বিদ্যুৎ লাইন টানা, পানি লাইন পরীক্ষা, পয়:নিষ্কাশন ব্যবস্থা মেরামত ও পরিচ্ছন্নতার কাজ।

ঢাকা, গাজীপুরসহ আশ পাশের জেলাগুলো থেকে স্বেচ্ছাসেবীরা গেছেন প্রস্তুতি কাজে অংশগ্রহনের জন্য। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দিনমান কাজ শেষে বাড়ি ফিরছেন মূসল্লীরা। তারা জানান, আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা এসবসকাজ করে যাচ্ছেন।

গতবছরের চেয়ে এবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ১০টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। তুরাগ নদীতে নেয়া হয়েছে নৌ-টহলের ব্যবস্থাও। ইজতেমা শুরু হলে নেয়া হবে পাঁচ স্তুরের নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *