মতিউল ইসলাম | আমি পেলে, ম্যারাডোনাকে দেখেছি, দেখেছি মেসি, রোনালদোকে। দেখেছি তাদের যাদুকরি খেলা। তাদের একটি পায়ের মূল্য কোটি কোটি টাকা। কিন্তু আমার গাও গ্রামের রাশিদুল একজন তুখোর ফুটবল খেলোয়াড়, তার যাদুকরি খেলা আমাদের সবাইকে মুগ্ধ করতো। তার রয়েছে অগণিত ভক্ত। কিন্তু সে আজ মরনব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত। তার খেলা আর দেখা হবে কিনা জানিনা। আজ তার বাবা কান্নাজড়িত কণ্ঠে জানালো,”আপনেরা আমার পোলাটার পাশে দাঁড়ান, আমার পোলাটারে বাচান।” তার মা ছেলের এই মরণব্যাধি আক্রান্ত হওয়ায় বাকরুদ্ধ। তাই রাশিদুলকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া প্রয়োজন। এজন্য প্রয়োজন অনেক টাকা। তাই আপনাদের একটু সহযোগীতাই পারে একটি জীবন বাঁচাতে। আসুন রাশিদুলের পাশে দাঁড়াই।
সাহায্য পাঠানোর জন্য কথা বলুন, রাশিদুলের বাবা আবুল কাশেম। ফোন নম্বর- 01764727997
সঞ্চয়ী হিসাব নং : 001023897
সোনালী ব্যাংক, বীরগঞ্জ শাখা, দিনাজপুর