ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও টেস্ট জিতলো বাংলাদেশ। ক্রিকেটে পেলো আরেকটি ঐতিহাসিক বিজয়। টান-টান উত্তেজনায় ঠাসা ঢাকা টেস্টের চতুর্থ দিনে অজিদের ২৪৪ রানে অলআউট করে ২০ রানের জয় পায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নিয়ে অজি বধে সাকিবই রাখেন সেরা অবদান।
মিরপুরের টার্নিং উইকেটে চতুর্থ দিনের বোলিং সাফল্যটা একটু দেরিতে পায় স্বাগতিকরা। স্পিনে নেতৃত্ব দেয়া সাকিবই ব্রেক থ্রু দেন। আগের দিনে হাল ধরা সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নারের সাথে অধিনায়ক স্টিভেন স্মিথকে ফিরিয়ে দেয়ার পর ম্যাথু ওয়েডকেও দাঁড়াতে দেননি বাংলাদেশ অলরাউন্ডার। তাইজুল ফেরত পাঠান পিটার হ্যান্ডসকম্ব ও অ্যাস্টন আগারকে।
লাঞ্চের আগে ১৯৯ রানে ৭ উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে ক্রিকেটের কুলিন দেশটি। আগের দিন, ফিল্ডারদের বদান্যতায় স্কোর ১০৯ রানে টেনে নিয়েছিলেন ওয়ার্নার-স্মিথ। এদিন, ওয়ার্নার ক্যারিয়ারে ১৯তম সেঞ্চুরি করে ১১২ রানে ও স্মিথ ৩৭ করে আউট হন। লাঞ্চের পর তিন স্পিনারের বিধ্বংসী বোলিংয়ে আর ৪৫ রান যোগ করেই শেষ হয়ে যায় অজিদের প্রতিরোধ।
তিনটি উইকেট ভাগ করেন নেন সাকিব, মিরাজ ও তাইজুল। ম্যাচে ১০ উইকেট নিয়ে সাকিবই হন ম্যাচ সেরা। প্রথম ইনিংসে ২৬০ করে ৪৩ লিড নেয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করেছিল ২২১ রান। প্রথম ইনিংসে ২১৭-তে অলআউট হওয়া অস্ট্রেলিয়া টার্গেট পায় ২৬৫।