ইউএনওর বদলিতে মিষ্টি বিতরণ!

ইউএনও বদলিতে মিষ্টি বিতরণ
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে এলাহীর বদলির খবরে এলাকায় মিষ্টি বিতরণ হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

জানা গেছে, গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) সরকারি এক প্রজ্ঞাপনে উপজেলার নির্বাহী অফিসার মো. ফজলে এলাহীকে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় বদলি করা হয়। সেই সঙ্গে বীরগঞ্জ উপজেলায় সেখানকার ইউএনও মো. তানভীর আহমেদকে ন্যাস্ত করা হয়।

স্থানীয় মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ফজলে এলাহী যোগদানের পর থেকে তার সীমাহীন ঘুষ-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ ক্ষমতার অপব্যবহারের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় কার্যালয়গুলোর কর্মকর্তা ও কর্মচারীরা। তার বিরুদ্ধে হাটবাজার, মাটি ও বালুমহাল ইজারায় অনিয়ম-দুর্নীতির খবর বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে।

আরেক স্থানীয় তোফাজ্জল হোসেন বলেন, ইউএনও এর বিরুদ্ধে চরম স্বেচ্ছাচারীতা ও শিক্ষকদের সঙ্গে অসদাচরণসহ অন্যায়ভাবে এক শিক্ষককে বরখাস্ত করার অভিযোগ রয়েছে। এ কারণে তার অপসারণ ও শাস্তি চেয়ে এর আগেই মানববন্ধন এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষক ছাত্র-জনতা।

এ বিষয়ে জানতে চাইলে মো. ফজলে এলাহীকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে, তিনি লাইন কেটে দেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির দু’পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি ও অফিস...

বিধবার ঘর ভেঙে জায়গা দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের খানসামা উপজেলায় আমেনা বেওয়ার নামে বিধবা অসহায় মহিলার ঘর...

একই স্থানে পাল্টাপাল্টি মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে একই স্থানে পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার...

আন্দোলনের মুখে ৪টি হিমাগার সিলগালা করলেন প্রশাসন

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে হিমাগারের অন্যায্য ও অযৌক্তিক ভাড়া বন্ধের দাবিতে প্রতিবাদ...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।