ইরাকি আদালতে এক নারীর মৃতুদণ্ড ও ১১ জনের কারাদণ্ড

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস সদস্যদের ১১ স্ত্রীকে জাবজ্জীবন ও একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাকের একটি আদালত। দণ্ডিত নারীদের ১১ জন তুর্কি ও একজন আজারবাইজানের নাগরিক। রবিবার রাজধানী বাগদাদের একটি আদালত এই রায় দেয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত তুর্কি নারী সন্তানসহ স্বেচ্ছায় স্বামীর সাথে ইরাকে এসেছিলেন বলে স্বীকার করেছেন।

তবে, জাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের দাবি আইএস নিয়ন্ত্রিত এলাকায় আসতে তাদের বাধ্য করা হয়েছে। এদের কেউ সহিসংতায় অংশ নেননি বলে জানিয়েছেন এক সরকারি আইনজীবী। তাদের শাস্তি হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। এসব নারীর বয়স ২০ থেকে ৫০ বছর।

তাদের স্বামীরা ইরাকের মসুল ও তাল আফার শহরে আইএস বিরোধী অভিযানে নিহত হয়েছেন। সেখান থেকেই এক বছর আগে গ্রেফতার করা হয় তাদের। ইরাকে মোট পাঁচশো নয়জন বিদেশি নারী ও আটশো ১৩ শিশু আটক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *