ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চালু করা হয়েছে। ২৯ জুলাই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আফতাব নগরের ক্যাম্পাসে বিভাগটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাতিমা খাতুন ও দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ঢাকার নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ফওজিয়া মান্নান। নব প্রতিষ্ঠিত সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ড. আনিসুর রহমান খানসহ ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষকরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।