নিজস্ব প্রতিবেদক
সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক বিনা নোটিশে বিভিন্ন পেট্রলপাম্প উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রলপাম্প বন্ধ রেখে ধর্মঘট চলছে। এতেই বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে উত্তরাঞ্চলের পেট্রলপাম্পগুলোতে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রয়েছে। এরই ধারাবাহিকতায় রংপুর বিভাগের দিনাজপুর জেলাসহ বিভিন্ন উপজেলায় তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রয়েছে।
এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজেদের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রুপের সভাপতি এ.টি.এম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. রজব আলী সরকার।
জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো প্রকার পূর্বঘোষণা, নোটিস বা আনুষ্ঠানিক চিঠি প্রদান না করে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এ অযৌক্তিক ও অন্যায় অভিযানের ফলে পেট্রলপাম্প মালিকরা চরম হতাশ ও ক্ষুব্ধ। এ অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।
এতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়মকানুন মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। নিয়মিত রাজস্ব প্রদান করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছি। অথচ দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালিত হয়ে এলেও অতীতে কখনও এমন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। এতে আমাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
মোটরসাইকেলে তেল নিতে আসা আশরাফুল আলম বলেন, তারা কোন রকম নোটিশ না দিয়ে তেল পাম্প বন্ধ করে দেওয়া কতটা যৌক্তিক। আমরা চরম বে কায়দায় আছি।
পাম্পে তেল নিতে আসা বুলবুল বলেন, আমি জমিতে পানি দিব, পাম্প বন্ধ থাকায় চরম বিপদে পড়েছি।
বিষয়টি নিশ্চিত করে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান জানান, বিনা নোটিশে পেট্রলপাম্প ভাঙচুর করার প্রতিবাদে মালিক সমিতি উত্তরাঞ্চেলের সব পেট্রলপাম্পে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।