উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে নীরোগ ফাউন্ডেশন

আজ (২৭ ডিসেম্বর ২০২৪), দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল নীরোগ ফাউন্ডেশন। দেশ–বিদেশের শুভাকাঙ্ক্ষী ও দাতাবৃন্দের সহযোগিতায় সংস্থাটি ২২০টি শীতবস্ত্র উপহার দিয়েছে।

প্রথম ধাপে, বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ীতে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে সকালে ১২০টি কম্বল উপহার দেওয়া হয় । পরে বিকেলে উপজেলার বিভিন্ন অঞ্চলে ১০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. শাহিদুর রহমান, জেজেএস-এর নির্বাহী পরিচালক ও সাংবাদিক মো. ইউসুফ আলী, উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছা. ফাহিমা বেগম এবং নীরোগ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

নীরোগ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. ফারজুল ইসলাম বলেন, “উত্তরাঞ্চলের তৃণমূল মানুষ দীর্ঘদিন ধরেই নানা সুবিধা থেকে বঞ্চিত। আমরা চাই তাদের পাশে দাঁড়াতে। এ বছর আমাদের লক্ষ্য ২,০০০ পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া। সকল শুভাকাঙ্ক্ষী ও দাতাদের প্রতি আহ্বান, আপনারা আমাদের পাশে থাকুন। আপনার সহযোগিতায় শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব।”

সংস্থাটি অনুদান গ্রহন করছে বিকাশ/নগদ এবং ব্যাংকের মাধ্যমে।

বিকাশ/নগদ : 01737526747 (পার্সোনাল)

ব্যাংকের তথ্য
Account Title: Nirog Foundation
Account Number: 2069140550001
Bank Name: BRAC Bank Limited
Branch name: Dinajpur SME Branch
SWIFT: BRAKBDDH

আসুন, নিজ নিজ সামর্থ্যমতো ছড়িয়ে দিই ভালোবাসার উষ্ণতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *