একই স্থানে পাল্টাপাল্টি মানববন্ধন

একই স্থানে পাল্টাপাল্টি দুটি মানববন্ধন
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে একই স্থানে পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর দাখিল মাদ্রাসার সামনে অত্র মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দের আয়োজনে অত্র মাদ্রাসার শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার জন্য মাদ্রাসার সুপার নূর মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন অভিযাগ এবং স্বছ নিয়াগকে অসচ্ছ দেখানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মুরারীপুর দাখিল মাদ্রাসার শিক্ষক নরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে কিছু অসাধু ব্যাক্তি মুরারীপুর দাখিল মাদ্রাসার বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা এলাকার কিছু বখাটে স্থানীয়দের দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে। শিক্ষকরা জাতির মেরুদন্ড। তাদের এভাবে অসম্মান করা হচ্ছে আমরা সেটি মানতে পারছি না।

এ সময় উপস্থিত ছিলেন শিবরামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও মুরারীপুর উচ বিদ্যালয়র প্রধান শিক্ষক ছয়িমদ্দীন, অভিভাবক কাদের মিয়া, আমজাদ আলী, গাওসুল আজমসহ আরো অনেকে।

এর আগে একই স্থানে সকালে মাদ্রাসায় অবৈধভাবে শিক্ষক-কর্মচারী নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বঞ্চিত প্রার্থী শরীফ আহম্মদের সভাপতিত্বে বক্তারা বলেন, ক্ষমতার অপব্যবহারকারী, দুর্নীতিবাজ, সীমাহীন ঘুষখোর ইউএনও ফজলে এলাহী এবং মুরারীপুর দাখিল মাদ্রাসার সুপার নুর আহম্মেদ যোগসাজশে অবৈধভাবে ৩টি পদে ৫০ লাখ টাকা উৎকোচ নিয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেয়ার অপরাধে সংশ্লিষ্ট ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা চলমান। ইউএনও ফজলে এলাহীকে ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার ও মাদ্রাসা সুপার নুর আহম্মদকে চাকরিচ্যুত করা সহ এই অবৈধ নিয়োগ বাতিল করা হোক। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে তাদের যৌক্তিক দাবী কার্যকর করা না হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচী পালন করতে বাধ্য হবে।

এ সময় উপস্থিত ছিলেন জুয়েল ইসলাম, গোলাম রইসুল, শাহজাহান, নেতা রইস উদ্দিন ঢালী।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার নূর মোহাম্মদ বলেন, নিয়ম অনুযায়ী নিয়োগ পরীক্ষায় মত ২১জন অংশগ্রহন করন। এদের মধ্য ৩ জন নিয়াগ পরীক্ষায় উত্তীর্ণ হয়। এদেরকে বিধি মোতাবেক নিয়াগ প্রদান করা হয়।

এ বিষয় উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী বলেন, মুরারীপুর দাখিল মাদ্রাসার নিয়াগটি যথাযথ প্রক্রিয়া ও বিধি মোতাবেক সম্পন্ন হয়েছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির দু’পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি ও অফিস...

বিধবার ঘর ভেঙে জায়গা দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের খানসামা উপজেলায় আমেনা বেওয়ার নামে বিধবা অসহায় মহিলার ঘর...

ইউএনওর বদলিতে মিষ্টি বিতরণ!

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে এলাহীর বদলির...

আন্দোলনের মুখে ৪টি হিমাগার সিলগালা করলেন প্রশাসন

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে হিমাগারের অন্যায্য ও অযৌক্তিক ভাড়া বন্ধের দাবিতে প্রতিবাদ...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।