নেপালে উড়োজাহাজ দুর্ঘটনার তদন্ত রিপোর্ট এক মাসের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজকুমার ছেত্রী। ইউটিউবে ফাঁস হওয়া কন্ট্রোল টাওয়ার ও পাইলটের কথোপকথনের অভিও রেকর্ড সত্য বলে স্বীকার করেন তিনি।
বিমানবন্দরে সাংবাদিকদের ছেত্রী জানান, ইউএস বাংলার উড়োজাহাজ অবতরণের সময় অস্বাভাবিকতা ছিল। এদিকে, দুর্ঘটনায় আহত বাংলাদেশি মেহেদী হাসান ও তার স্ত্রী কামরুন্নাহার স্বর্ণা এবং আলমুন নাহার অ্যানিকে উন্নত চিকিৎসার জন্য আজ ঢাকায় আনা হচ্ছে। কাঠমাণ্ডুর কেএমসি হাসপাতালের চিকিৎসক ডা. নাজির খান এই তিনজনের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন।
বিকেল সোয়া তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের। আলমুন নাহার অ্যানি পরিবারসহ নেপাল গেলেও উড়োজাহাজ দুর্ঘটনায় স্বামী-সন্তানকে হারান।
এদিকে, দুর্ঘটনাকবলিত ইউএস বাংলার আরেক আহত যাত্রী শাহীন ব্যাপারির ৩০ শতাংশ পুড়ে যাওয়া শরীরে ড্রেসিং করেছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার নেপাল যাওয়া বাংলাদেশ চিকিৎসক প্রতিনিধি দলের সদস্যরা আজ সকালে আহতদের শারীরিক অবস্থা দেখতে হাসপাতালে যান।